এসএসসি: শুরুর দিনে চট্টগ্রামে ১% অনুপস্থিত, বহিষ্কৃত ২
১৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৪
চট্টগ্রাম ব্যুরো : শিক্ষাবোর্ডে নিবন্ধন করেও চট্টগ্রামে প্রথমদিনে ১ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। মোট পরীক্ষার্থীর হিসেবে অনুপস্থিতির হার এক দশমিক ২০ শতাংশ। বোর্ডের কর্মকর্তাদের ধারণা, করোনা পরিস্থিতিতে গত দুই বছর সংক্ষিপ্ত সিলেবাস ও বিষয় কমিয়ে পরীক্ষা নেয়াকে বিবেচনায় রেখে কম প্রস্তুতি নেয়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেননি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন পাঁচ জেলা ও মহানগরে ২১৩টি কেন্দ্রে এক লাখ ৩৮ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার ৪৭৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে বলেন, ‘প্রথমদিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। এক শতাংশেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত হননি। আমরা অন্যান্য বোর্ডে খবর নিয়ে দেখেছি, সেখানেও এক শতাংশের মতো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির তাৎক্ষণিক মূল্যায়ন সম্ভব নয়। তবে আমাদের ধারণা, করোনা পরিস্থিতিতে অটোপাসের কথা চিন্তা করে কেউ হয়ত ফরম ফিলআপ করেছিল। কেউ আবার সব বিষয়ে পরীক্ষা হবে না অথবা সংক্ষিপ্ত সিলেবাসের কথা ভেবে ভালোভাবে প্রস্তুতি নেয়নি। এজন্য হয়তো তারা ফরম ফিলআপ করেও শেষপর্যন্ত পরীক্ষা দিতে আসেনি।’
এদিকে এসএসপি পরীক্ষার প্রথমদিনে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
শিক্ষাবোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরসহ চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯৯ হাজার ৮৫৮ জন। অনুপস্থিত ১ হাজার ১৯৬ জন।
কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২০ হাজার ৮৭৩ জন। অনুপস্থিত ২৬২ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫৬১ জনের মধ্যে অংশ নিয়েছে ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ৬০ জন।
খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৩৬৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭ হাজার ২৬৪ জন এবং অনুপস্থিত ১০৪ জন।
বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩৫৬ জনের মধ্যে অংশ নিয়েছে ৪ হাজার ২৯৫ জন। অনুপস্থিত ৬১ জন।
সারাবাংলা/আরডি/একে