Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯

কক্সবাজার: বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চাকমাপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক যুবকের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। অন্য থাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।

আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, দুপুরে গরু নিয়ে আসতে অন্য থাইন ও আরো কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যুবকের মায়ের দাবি সীমান্তে মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পা উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে জানান তিনি।

এদিকে এই ঘটনায় এখনো বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, এই ধরনের একটি খবর তিনি শুনেছেন।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর