Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭

বেনাপোল: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুইদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার (১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের শ্রমিকরা পণ্য লোড আনলোডিং না করায় আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, ‘ভারতে পূজার কারণে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্যা বলেন, ‘বিশ্বকর্মার ছুটির কারণে পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দিয়েছে। তবে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।’

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর