Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমধুমের ৪১৯ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে উখিয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১২:১৩

কক্সবাজার: সীমান্তে পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষা এখানে অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, ইতিমধ্যে কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর বলেন, ‘আমরা রাতেই প্রশাসনের নির্দেশনা পেয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের কেন্দ্রের ৪১৯ জন পরিক্ষার্থী এখানে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নেবে।’

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তীবরীজি বলেন, ‘সীমান্তের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকণ্ঠা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সব পরীক্ষার্থীকে যথাসময়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এসএসসি/এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তের কোনাপাড়ার জিরো পয়েন্টের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে নিক্ষেপিত দু’টি মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত হয়ে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে আনা ৬ রোহিঙ্গার মধ্যে ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

এছাড়া সাদিয়া (১০) নামের গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জন চিকিৎসাধীন বলে এম এস এফ হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে।

সারাবাংলা/এমও

ঘুমধুম টপ নিউজ নাইক্ষ্যংছড়ি রোহিঙ্গার মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর