Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের ভ্যাকসিন প্রয়োগ শুরু ১১ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ২২:০০

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ বছরের শিশুদের আগামী ১১ অক্টোবর থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রমবিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন সচিব।

বিজ্ঞাপন

দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশুকে ভ্যাকসিনের আওতায় আনা হবে জানিয়ে সচিব বলেন, ‘আগামী ১১ অক্টোবর থেকে পৌরসভা পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করব। এতে করে কমিউনিটি পর্যায়ে আমাদের শিশুদের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে। এর মাধ্যমে ভ্যাকসিন না পাওয়া বাকি শিশুরা আমাদের কভারেজে চলে আসবে।’

তিনি বলেন, ‘অনেক দেশে বাচ্চাদের টিকাদান শুরু হয়নি, আমরা শুরু করেছি। প্রথম থেকেই ভ্যাকসিন প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করে রেখেছিলাম। অনুমোদন পাওয়ার পর পরই কার্যক্রম শুরু করে দিয়েছি। আগে থেকেই আমরা ভ্যাকসিনের সোর্স নিশ্চিত করে রেখেছি।’

আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের মানুষের মধ্যে একটা অভ্যাস গড়ে উঠেছে যে, করোনা প্রকোপ বেড়ে গেলেই তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই মানসিকতার পরিবর্তন দরকার।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত করোনায় যারা মারা যাচ্ছেন, তারা ভ্যাকসিন নেয়নি। এমনকি ভ্যাকসিন না নিয়ে কোভিডে আক্রান্ত হচ্ছেন, তারা অনেকটাই ঝুঁকিতে চলে যাচ্ছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, এমএনসিএইচ লাইন ডিরেক্টর ও পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

ভ্যাকসিন প্রয়োগ শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর