‘শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও সঙ্গীত অবমাননা করলে প্রতিরোধ’
১৭ সেপ্টেম্বর ২০২২ ২২:১৩
চট্টগ্রাম ব্যুরো: যেসব কওমি মাদরাসায় সরকারের আদেশ অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় না সেসব প্রতিষ্ঠানকে প্রতিরোধ করার ডাক দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে শিক্ষা দিবস উপলক্ষে এ আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মদ ইমু বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করেছে এবং মানসম্মত শিক্ষার জন্য যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করছে। দুঃখের বিষয় হচ্ছে, একশ্রেণির অর্থলিপ্সু শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে। চট্টগ্রাম শহরের পাড়া-মহল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কিন্ডারগার্টেন। এখানে মেধার চর্চা হয় না, টাকার বিনিময়ে সনদ বিক্রি করা হয়। সরকারকে অনুরোধ করব, চট্টগ্রাম শহরে আরও সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলুন। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করা হোক।’
সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘মহান শিক্ষা দিবস আমাদের সাবর্জনীন, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রেরণা দেয়। যে মহান আদর্শের জন্য সেদিন ছাত্ররা প্রাণ দিয়েছিলেন, তাদের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের বদ্ধপরিকর থাকতে হবে। চট্টগ্রামের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মৌলবাদী শিক্ষকরা সুকৌশলে সাধারণ ছাত্রদের মাঝে পাকিস্তানি জঙ্গিবাদী জাগরণ ঘটাচ্ছে। কওমি মাদরাসাগুলোতে সরকারি নিয়ম অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই অবমাননা ছাত্রলীগ সহ্য করবে না। এসব কওমি মাদরাসার বিরুদ্ধে ছাত্রলীগ সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।’
সভায় নগর ছাত্রলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য খোরশেদ আলম মানিক, শাহরিয়ার হাসান, ওসমান গনি বাপ্পি, উপ-সম্পাদক শফিকুল ইসলাম পারভেজ, শেখ শরফুদ্দিন সৌরভ, সহ সম্পাদক এম এ হাসান আলী, মোরশেদ রহমান, শরফুল আলম জুয়েল, শুভ ঘোষ, হাবিবুর রহমান, সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, নুর নবী শাহেদ, ফরহাদ সায়েম, মোহাম্মদ জুনায়েদ, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, শহীদুল ইসলাম শহীদ, কর্মাস কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ আলী মিঠু, আশিষ সরকার নয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলাম রহমান চৌধুরী রিজান, জুবায়ের আলম বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/পিটিএম