Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৫

ঢাকা: রাজধানীর জুরাইনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৭সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন হাজী খোরশেদ আলী রোডে এ ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলো-আশরাফ মাস্টার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. জাহিদ (১৬) ও এসএসসি পরীক্ষার্থী মো. রাব্বী (১৮)। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রাব্বীর বন্ধু মো. জিসান ভুইয়া জানান, তাদের সবার বাসা জুরাইন কমিশনার গলিতে। রাতে এলাকার ছোট ভাই তুহিন, সজিবসহ কয়েকজন রাব্বীকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর জানতে পারি রাব্বী ছুরিকাঘাতে আহত হয়েছে। তার বাম পায়ের রানে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জাহিদও ছুরিকাঘাতে আহত হয়। তবে জাহিদকে কারা ছুরিকাঘাত করেছে তা বলতে পারবো না।

জিসান আরও জানান, বেশ কয়েকদিন দিন আগে জাহিদ, আতিক, রাকিবসহ কয়েকজন একই এলাকার জুনিয়র তুহিন, সজিবদের মারধর করে। এর জের ধরে আজকে রাতে আবারও মারামারির ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। জাহিদের কোমরের পেছনে ও রাব্বীর বাম পায়ের রানে ছুরিকাঘাত করা রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা /এসএসআর/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর