Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ছে করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণে কারিগরি কমিটির ৫ সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার খরচ কমানোর সুপারিশসহ পাঁচ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জুমে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ অনুমোদিত হয়।

সভায় জানানো হয়, কয়েক দিন ধরে কোভিড–১৯ সংক্রমণ বাড়তির দিকে। এ নিয়ে আলোচনার পর পাঁচ দফা সুপারিশ করেন কারিগরি কমিটির সদস্যরা।

এর মাঝে বেসরকারি পর্যায়ে কোভিড–১৯ পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানায় কমিটি।

এছাড়াও সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করার সুপারিশ করা হয়েছে।

এর পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজের করোনার ভ্যাকসিন যারা গ্রহণ করেননি, তাদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করারও সুপারিশ করা হয়।

বদ্ধস্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাফতরিক সভাগুলো যথাসম্ভব ভার্চুয়ালি করার সুপারিশ করে কমিটি।

এছাড়াও অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভাগুলোতে মাস্ক পরার সুপারিশও করা হয় সভায়।

কোভিড-১৯–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ দফা সুপারিশ করেছি আমরা। এখন সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

৫ সুপারিশ করোনা সংক্রমণ কারিগরি কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর