Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিরগিজ-তাজিক সংঘর্ষে নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৮

ঢাকা: কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে এ পর্যন্ত ৭১ সেনার মৃত্যু হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে দুই দেশ সংঘর্ষে জড়ায়। সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করছে দুই দেশই।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য দেশ দু’টি বুধবার (১৪ সেপ্টেম্বর) থেকে সীমান্তবিরোধ নিয়ে সংঘাতে জড়িয়েছে। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে কোনো উস্কানি ছাড়াই ট্যাংক, মর্টার, রকেট আর্টিলারি ও ড্রোন ব্যবহারের অভিযোগ তুলেছে।

বিজ্ঞাপন

রোববার কিরগিজস্তান জানিয়েছে, তাজিকিস্তানের আক্রমণে ৩৬ সেনা প্রাণ হারিয়েছে। সংঘর্ষপূর্ণ এলাকা থেকে প্রায় ১ লাখ ৩৭ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে তাজিকিস্তানও একইদিন হতাহতের তথ্য জানিয়ে বলেছে, সীমান্তে তাদের ৩৫ সেনা নিহত হয়েছে। তবে সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো তথ্য তাজিকিস্তান জানায়নি।

১৪ সেপ্টেম্বর সংঘর্ষ শুরুর পর ১৫ ও ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গেনাইজেশনের সম্মেলনে যোগ দেন কিরিগিজ ও তাজিক নেতারা। সেসময় যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। তবে দুই দেশই অভিযোগ করে বলছে, যুদ্ধবিরিতি সত্ত্বেও সীমান্তে গুলি চলছে।

সারাবাংলা/আইই

কিরগিজ-তাজিক টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর