বেলুন থেকে বিস্ফোরণ: দগ্ধ রনির অবস্থা অপরিবর্তিত
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪০
ঢাকা: গাজীপুরে গ্যাস বেলুন থেকে বিস্ফোরণে দগ্ধ আবু হেনা রনির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তার কয়েকটি রক্ত পরীক্ষায় কিছুটা ত্রুটি ধরা পড়েছে। এজন্য নতুন চিকিৎসা যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৮সেপ্টেম্বর) ১৩ সদস্য মেডিকেল বোর্ডের মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘শরীরের ১৫ শতাংশ দগ্ধ হলে আমরা সিরিয়াস মনে করি। দু’জনেরই ১৫ শতাংশের বেশি দগ্ধ। সঙ্গে ইনহেলেশন বার্ন আছে। রনির কয়েক প্রকারের রক্ত পরীক্ষা করেছি। তাতে কিছু ত্রুটি আছে। নতুন চিকিৎসা সংযোজন করা হয়েছে।’
ডা. সেন আরও বলেন, ‘৪৮ ঘণ্টা পার হলে একটি ব্যাপারে কিছু বলা যায়। কিন্তু রনির অবস্থা অপরিবর্তিত আছে। কম বার্ন হলেও ইনহেলেশন বার্ন থাকলে রোগীর ব্যাপারে কিছু বলা মুশকিল। যতক্ষণ পর্যন্ত রোগী হেটে বাড়ি না যাবে ততক্ষণ তাকে সুস্থ বলতে পারব না।’
এক প্রশ্নের জবাবে ডা.সামন্ত লাল সেন বলেন, ‘রোগীর স্বজনরা যদি মনে করে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করাবেন, সেটা তাদের ব্যাপার। তবে আমাদের এখানে যথেষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। চিকিৎসার কোনো ঘটতি হবে না।’
মেডিকেল বোর্ডের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান বলেন, ‘যখন আমরা এই রোগী হাসপাতালে পেয়েছি। তখন রোগীর অবস্থা খারাপ ছিল। দগ্ধ হওয়ার পর মাটিতে গড়াগড়ি খেয়েছে। তাতে ইনফেকশনের ভয় থাকে। তবে বেলুনে কি ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছিল, এটা জানলে চিকিৎসা করা ভালো হতো।’
এ সময় উপস্থিত ডিসি ডিবি নর্থ হুমায়ুন কবির বলেন, পুলিশ লাইনে অনুষ্ঠান চলাকালে মঞ্চের পিছনে বিস্ফোরণের শব্দ হয়। পরে সেখানে গিয়ে পাঁচজনকে আহত দেখি। তাৎক্ষণি ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে দু’জনের অবস্থা খারাপ থাকায় তাদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
তিনি বলেন, ‘এ ঘটনা তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ব্যক্তির অবহেলা থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের যেকোনো ধরনের সাপোর্ট দিতে আমরা প্রস্তুত আছি।’
ব্রিফিংয়ে দগ্ধ রনির স্ত্রী রুমানা রশিদ সম্পা বলেন, ‘আমি চাই আমার স্বামী দ্রুত সুস্থ হোক। দেশ বাসীর কাছে দোয়া চাই। চিকিৎসকরা আমার স্বামীকে খুব ভাল করে দেখছে।’
সারাবাংলা/এসএসআর/এনএস