Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মজুতদারের’ ঘরের মেঝে খুঁড়ে সোয়া ২ লাখ ইয়াবা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সোয়া দুই লাখ ইয়াবা ও অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ইয়াবা মজুতদারের ঘরের মেঝে খুঁড়ে মাদকগুলো উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাহ মীরপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল।

গ্রেফতার দু’জন হল- আজম উদ্দিন চৌধুরী (২৬) ও সৈয়দ নুর ওরফে রুবেল হোসেন (৩০)। উভয়ের বাড়ি শাহ মীরপুর এলাকায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এ ইউসুফ জানান, গ্রেফতার দু’জন অন্তত ছয় বছর ধরে ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত। প্রথমদিকে তারা ইয়াবা ব্যবসায়ীদের বাহক হিসেবে কাজ করত। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করত।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক বলেন, ‘পরে তারা ইয়াবা মজুত শুরু করে। সম্প্রতি সাগরপথে আনা ইয়াবার চালানটি তারা বাড়ির পাশের গুদামঘরের মাটি খুঁড়ে মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতারের পাশাপাশি গুদামঘরের মাটি খুঁড়ে দুই লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই গুদামেই এক জায়গায় পানির নিচে পলিথিনে বিশেষ কায়দায় রাখা দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ পাওয়া যায়। বাঁশখালীর অস্ত্র ব্যবসায়ী শহীদ ও ছৈয়দের কাছ থেকে তারা অস্ত্রগুলো সংগ্রহ করেছে বলে জানিয়েছে।’

এলাকায় প্রতিপক্ষকে ভয় দেখানো ও ইয়াবা আনা-নেওয়ার কাজে নিরাপত্তার জন্য তারা অস্ত্রগুলো রাখত বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এম এ ইউসুফ।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবা র‍্যাব

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর