বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসছেন কাল
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৭
ঢাকা: দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর)। এটি হবে এ দেশে তার প্রথম সফর। রোববার (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনের সফরের সময় রাইসার অর্থমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন। পাশিাপাশি রাইজার উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতা, সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গেও বৈঠক করবেন।
বিজ্ঞপ্তিতে রাইসার বলেন ‘বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চিত্তাকর্ষক অর্জন করেছে। বিশ্বব্যাংক বিগত ৫০ বছর ধরে এই অসাধারণ যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন কোভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার মুখোমুখি হচ্ছে, তখন আমি স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাইসার একজন জার্মান নাগরিক, ২০২২ সালের ১ জুলাই দক্ষিণ এশিয়াা অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি চীন, মঙ্গোলিয়া এবং কোরিয়ার পরিচালক হিসাবে কাজ করেছিলেন। এছাড়াও তিনি তুরস্ক ও ব্রাজিলের কান্ট্রি ডিরেক্টর ছিলেন।
সারাবাংলা/জেজে/পিটিএম