জাপানে সুপার টাইফুন সতর্কতায় ৪০ লাখ মানুষ ঘরছাড়া
১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২০
ঢাকা: সুপার টাইফুন নানমাদোল জাপানের দক্ষিণ-পূর্ব উপকূল এলাকার স্থলভাগে আঘাত হেনেছে। টাইফুন সতর্কতায় ওই অঞ্চলের প্রায় ৪০ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। টাইফুন নানমাদোলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ।
টাইফুনের প্রভাবে জাপানের উপকূল অঞ্চলে প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছে। রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর কাগোশিমার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টাইফুন নানমাদোলের কেন্দ্র আঘাত হানে।
টাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১৬২ কিলোমিটার। এটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে উত্তর দিকে দেশের তৃতীয় বৃহত্তম দ্বীপ কিউশুর দিকে যাচ্ছে। নানমাদোল পূর্বদিকে ঘুরে মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাপানের সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ কিউশুতে বসবাসরত ৪০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ পূর্বাভাসে বলেছে, টাইফুনের প্রভাবে দ্বীপটিতে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ২৫০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।
সারাবাংলা/আইই