Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীর মেন্টরসে ‘স্টাডি ইন মালয়েশিয়া ওপেন ডে’ ২০ সেপ্টেম্বর

সারাবাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:২৩

ঢাকা: ‘উইনিং ম্যাগনিটিউড এবং মেন্টরস স্টাডি অ্যাব্রোড’র উদ্যোগে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মেন্টরসের বনানী শাখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মালয়েশিয়া ওপেন ডে ২০২২।

‘ওপেন ডে’ প্রোগ্রামটি চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে অংশ নেবে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বেশকিছু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে- টেইলর্স ইউনিভার্সিটি, সেগী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশান (APU)।

এসব ইউনিভার্সিটির প্রতিনিধিরা সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দিবেন এবং ভর্তি যোগ্যতা যাচাই করে স্পট এডমিশনের সুযোগ করে দেবেন। ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ সুবিধা এবং ভিসা প্রসেস সম্পর্কিত যাবতীয় তথ্য এই মেলায় জানা যাবে।

ইউনিভার্সিটির প্রতিনিধিরা ছাড়াও ‘উইনিং ম্যাগনিটিউড এবং মেন্টরস স্টাডি অ্যাব্রোড’র অভিজ্ঞ কাউন্সিলরা মেলায় অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতার জন্য সেখানে থাকবেন।

আগ্রহীদের মেলায় আসার সময় যাবতীয় ডকুমেন্ট’র স্ক্যান কপি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

মালয়েশিয়া ওপেন ডে ২০২২ মেন্টরস


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর