Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৯ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:২২

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৯ জন। এদের মধ্যে ঢাকায় ভর্তি ২৮০ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ১১৯ জন।

রোববার (১৮ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ১ হাজার ৮৯ জন। অন্যান্য বিভাগে মোট ভর্তি ৩৯৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১১ হাজার ১৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৮ হাজার ৮১৫ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ৩৬২ জন।

অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৭০৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৯৪৪ জন।

সারাবাংলা/পিটিএম

ডেঙ্গু

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর