Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাততলা বস্তি উচ্ছেদের বিরুদ্ধে মহাখালীতে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:০২

ঢাকা : পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদের অভিযোগ এনে রাজধানীর মহাখালীর আমতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বস্তিবাসী। তাদের দাবি, নদীভাঙা এসব মানুষকে পুনর্বাসন করে তারপর বস্তি উচ্ছেদ করতে হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে উচ্ছেদ করতে যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। এরপর বস্তির বাসিন্দাদের বাধার মুখে উচ্ছেদ বন্ধ হয়। এরপর তারা আমতলীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিজ্ঞাপন

বস্তিবাসীদের দাবি, অবিলম্বে তাদের পুনর্বাসন করতে হবে। হত দরিদ্র নদী ভাঙা এসব মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। এ ধরনের নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন কয়েকশ বস্তিবাসী। এ ঘটনায় আমতলী সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়েছে।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ সারাবাংলাকে বলেন, ‘সাততলা বস্তির কিছু লোক মহাখালীতে সড়ক অবরোধ বিক্ষোভ করছে। সড়ক ছেড়ে দিতে পুলিশ কাজ করছে।’

সারাবাংলা/ইউজে/ইআ

টপ নিউজ বস্তি উচ্ছেদ সড়ক অবরোধ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর