তাইওয়ানে ২৪ ঘণ্টায় ৩বার ভূমিকম্প
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯
২৪ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। দেশটিতে বার বার ভূমিকম্প হওয়ায় ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি। পাহাড়ের রাস্তায় আটকা পড়েছে শত শত মানুষ।
তাইওয়ানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্বের তাইতুং কাউন্টি ভূমিকম্পের উৎসস্থল। তিনটি ভূমিকম্পেরই উৎসস্থল তাইতুং কাউন্টির ১০ কিলোমিটার ভিতরে। সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক। তবে ভূমিকম্পে কেউ নিহত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
আবহাওয়া দফতর জানায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রথমবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৪। এরপর রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে আবার কেঁপে ওঠে তাইওয়ান। মাত্রা ছিল ৬.৮। এরপর একইদিন দুপুরে ৭.২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
তাইওয়ান রেলওয়ে প্রশাসন বলেছে, ইউলি শহরে প্রায় সাত হাজার বাড়ি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির চিকে ও লিউশিশি এলাকার রাস্তা পাহাড়ি ধ্বসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাতে অন্তত ৬০০মানুষ আটকে পড়েছেন। শারীরিক ভাবে তারা সকলেই অক্ষত রয়েছেন। উদ্ধারকারী দল রাস্তা পরিষ্কার করে তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে।
এদিকে তাইওয়ানে লাগাতার ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করেছে জাপান। আবহাওয়া দফতরের আশঙ্কা ছিল সমুদ্রে সাড়ে তিন ফুট উঁচু ঢেউ উঠতে পারে। এ জন্য সমুদ্র তীরবর্তী এলাকায় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৯৯৯ সালে ৭.৩ তীব্রতার ভূমিকম্পে তাইওয়ানে মৃত্যু হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষের।
সারাবাংলা/ইআ