Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেল্টা লাইফের প্রশাসক প্রত্যাহার, দায়িত্বে নতুন পর্ষদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ২২:২৫

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসঙ্গে কোম্পানিটিতে নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভিন্ন ভিন্ন দু’টি আদেশে প্রশাসক প্রত্যাহার এবং কোম্পানি পরিচালনার জন্য নতুন পর্ষদের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে নতুন পর্ষদ দায়িত্ব নেবে। আইডিআরএ‘র নির্বাহী পরিচালক ও মুখপাত্র শাকিল আখতার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিক। এছাড়া পরিচালক হিসেবে রয়েছেন, ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন।

এদিকে, ডেল্টা লাইফের নবগঠিত পরিচালনা পর্ষদকে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ কর্তৃক সব কার্যক্রম সম্পাদন করতে হবে, কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা, পূর্বের নিরীক্ষিত বিষয়াবলি শুনানি সাপেক্ষে নিষ্পত্তি করা, পুনর্গঠিত পর্ষদ দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র দিতে হবে এবং তার অগ্রগতি প্রতিমাসে আইডিআরএ‘র কাছে দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

বিমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, পূর্বে যদি কোনো অনিয়ম চিহ্নিত হয়ে থাকে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়া, নতুন পর্ষদ পরবর্তী বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর মধ্যে আয়োজনের ব্যবস্থা করা এবং পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধিকে (যুগ্ম সচিবের নিম্নে নয়) নিয়োজিত করা।

উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন আইডিআরএ’র সাবেক সদস্য কুদ্দুস খান।

সারাবাংলা/জিএস/পিটিএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স নতুন পর্ষদ

বিজ্ঞাপন

সভ্য দেশের গৃহহীন মানুষ
২৩ নভেম্বর ২০২৪ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর