Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় যমুনা ব্যাংকের উদ্যোগে বাংলাদেশিদের মিলনমেলা

সারাবাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৬

ঢাকা: দক্ষিণ কোরিয়ার অন্যতম শিল্পনগরী ইউজিয়ং এবং আনসান সিটিতে বাংলাদেশিদের অংশগ্রহণে ৩টি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে এসব মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে যমুনা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত হয়ে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে অর্জিত অর্থ দেশে পাঠানোর ব্যাপকভাবে উদ্বুদ্ধ হন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় মৃত বাংলাদেশিদের লাশ দেশে আনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় যমুনা ব্যাংক প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দেশে দ্রুততম সময়ে টাকা পাঠানোর ব্যবস্থা, নতুন একাউন্ট খোলা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য বিবিধ আকর্ষণীয় ব্যাংকিং সেবা-ডিপোজিট ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, গাজী গোলাম মর্তুজা এবং মো. মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

দক্ষিণ কোরিয়া যমুনা ব্যাংক লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর