নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৫৮৮ কোটি ৬৯ লাখ টাকার বাজেট ঘোষণা
২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের দেওভোগ এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার মিলনায়তনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ বাজেট ঘোষণা করেন।
মেয়র আইভী বলেন, ‘করোনা মহামারির কারণে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থ বছরে ১০০ কোটি টাকার বাজেট কম ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত থাকবে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা।‘
বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, রাস্তা, ড্রেন ব্রিজ, কালভর্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিককরণ, খেলাধুলার মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও বিশুদ্ধ পানি পানি সরবরাহ।
বাজেট ঘোষণা শেষে নাগরিক ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মেয়র। এসময় কাউন্সিলর, নাসিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও