Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ডেসটিনির গোডাউনে অগ্নিকাণ্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১

গাজীপুর: জেলার টঙ্গীতে ডেসটিনি গ্রুপের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (হেডকোয়ার্টার) মোহাম্মদ ইলতুৎমিশকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- উপ-কমিশনার (স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মিজানুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ার ফলে উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুনে পুড়ে যায় বিভিন্ন ধরনের মেশিন, কাগজ পত্রসহ গোডাউনের বিপুল প‌রিমান মালামাল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মাহবুব উজ-জামান বলেন, আদালতের নির্দেশে ডেসটিনির এই সম্পত্তি দেখাশোনার দায়িত্বে রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আগুনের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হবে।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর