Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারের ফুটপাত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের ফুটপাত থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে শিশুটির বয়স আনুমানিক একদিন হবে।

গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নবজাতটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, খবর পেয়ে রাতে কেন্দ্রীয় শহিদ মিনারের বিপরীত পাশের ফুটপাত থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। এসময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর ছিল নবজাতকটি।

তিনি আরও জানান, মৃত নবজাতকটি কেউ ব্যাগ ভরে ফুটপাতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখাসহ এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনএস

কেন্দ্রীয় শহিদ মিনার নবজাতকের মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর