Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বন্যা কবলিতদের দেখতে অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৮

হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি পাকিস্তানে বন্যা কবলিতদের সহায়তা ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে গেছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন জোলি। তিনি বন্যা কবলিত মানুষকে সহায়তা করার জন্য এ সফর করছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

মঙ্গলবার জোলি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দাদু জেলায় যান এবং ভুক্তভোগীদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে চলতি বছরের জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া বন্যায় প্রাণ হারিয়েছেন ১৫৫৯ জন মানুষ। দেশটিতে দাদু এলাকায় বন্যার কারণে সৃষ্ট পানিবাহিত রোগে মৃত্যু হয়েছে ৩০০-এর বেশি মানুষের। চিকিৎসকরা চেষ্টা করছেন বন্যাদুর্গতদের মাঝে সচেতনতা গড়ে তুলতে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে। জোলির সফর সম্পর্কে পাকিস্তানের সরকারের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি এখনও।

পাকিস্তান সরকার জানিয়েছে, ভারী বর্ষণ ও বন্যায় দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে তিন হাজার কোটি ডলার।

সারাবাংলা/ইআ

অ্যাঞ্জেলিনা জোলি বন্যা দুর্গত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর