Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৩৭ কোটি টাকার সার কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৪

ঢাকা: কাতার ও মরক্কো থেকে এক লাখ মেট্রিক টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার। এর জন্য মোট ব্যয় হবে ৬৩৭ কোটি টাকার ২২ লাখ টাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে এক হাজার ৭২৬ কোটি ৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

অতিরিক্ত সচিব বলেন, ‘আজকের বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক মরক্কো’র ওসিপি এসএ থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২১ কোটি ৫৩ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৪র্থ ও ৫ম লটে ইউরিয়া সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০৬ কোটি ৫৯ লাখ টাকা। আর ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ২০৯ কোটি ১০ লাখ টাকা।’

সারাবাংলা/জিএস/ইআ

ইউরিয়া সার আমদানি টপ নিউজ টিএসপি সার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর