Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী বাংলাদেশিদের সহজে পাসপোর্ট দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৬

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের রি-ইস্যু ও নতুন পাসপোর্ট সহজে দেওয়ার দাবি জানিয়েছেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।

এ সময় সভায় উপস্থিত ছিলেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট কাজী সারওয়ার হাবীব সিআইপি (জাপান), সহকারী মহাসচিব আব্দুল আজিজ খান (কাতার) সিআইপি, পরিচালক অর্থ (ওমান) প্রকৌশলী আশ্রাফুর রহমান সিআইপি ও নির্বাহী সদস্য আব্দুল আজিজ খান (ওমান) সিআইপি প্রমুখ।

পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ুব চৌধুরী বলেন, ‘আমাকে তারা দাবিগুলো জানিয়েছে। আমি বলেছি লিখিত আকারে দিলে তা স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সচিবকে জানাব। এটি এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় না।’

অপর এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘পাসপোর্ট আবেদনের ফরম পূরণের জন্য যদি সরকারিভাবে নির্দ্দিষ্ট হারে অর্থ নিধারণ করে এজেন্সি নিয়োগ করা হয়, তাহলে একদিকে জনহয়রানি কমবে অন্যদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।’

এদিকে সংগঠনের মহাসচিব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের যাবতীয় কার্যক্রম দূতাবাসকে দেখভাল করার দাবি জানিয়ে বলেন, ‘আমাদের পাসপোর্ট সংক্রান্ত যে কোনো বিষয় বাইরের কেউ যেন না দেখেন। আমাদের এই বিষয়টিকে অবশ্যই দূতাবাস দেখবে। করোনাকালীন ওমান দূতাবাস আমাদের পাসপোর্টের সব বিষয়ের দায়িত্ব দেয় গালফ্ ওভারসীস এক্সচেঞ্জ ও ওমান এক্সচেঞ্জকে। এর ফলে তারা ইচ্ছেমতো আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। এমনকি আমাদের ব্যক্তিগত তথ্যও তারা জেনে গেছে। যেটি মোটেই কাম্য নয়। এ ব্যাপারে অবশ্যই দূতাবাসকে পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন

প্রতি পাসপোর্টে ওভারসীস এক্সচেঞ্জগুলোকে কত রিয়েল দিতে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘করোনাকালীন ৪ রিয়েল ছিল যা বাংলাদেশি এক হাজার টাকা। আমরা সেটিকে আমরা কমিয়ে এক রিয়েলে আনতে সক্ষম হয়েছি। আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদফতর যৌথভাবে প্রবাসীদের পাসপোর্ট সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সারাবাংলা/ইউজে/একে

ই-পাসপোর্ট ই-পাসপোর্ট কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর