Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২২ ০৮:৪৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়ন বাধাগ্রস্ত করতে ‌বিএন‌পি-জামায়াতসহ এক‌টি কুচক্রীমহল ম‌রিয়া হয়ে উঠেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বা‌চিত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বৃহস্প‌তিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের নবগ‌ঠিত ক‌মি‌টির কার্যকরী প‌রিষদের সাধারণ সভায় মন্ত্রী এসব কথা ব‌লেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভায় সভাপ‌তিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘প্রত্যেকে দলের জন্য কাজ করবেন। দলের নিয়ম মেনে চলবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন। নিজেদের মধ্যে কেউ ঝগড়া করবেন না। মেয়র, চেয়ারম্যান, মেম্বার নতুন কমিটিতে থাকায় আমাদের দল আরও শক্তিশালী। আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে। আমাদের সংগঠন অনেক সুন্দর। ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারিদের মূল্যায়ন করবেন। তারাই নির্বাচনের সময় মাঠে থাকে। আমাদের মহিলা লীগ, যুব মহিলা লীগ থাকায় দল শক্তিশালী হয়েছে। আমরা নারীদের ভোট পাচ্ছি।’

সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া ব‌লেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে, আমাদের সবার দায়িত্ব যার যার জায়গা থেকে ষড়যন্ত্র মোকাবিলা করা। সবাই মিলে কাজ করলে আমাদের নতুন কমিটি অনেক শক্তিশালী হবে। আগামীতে এমন শক্তিশালী কমিটি হবে কিনা আমি জানি না। এটা সবার কাছে গ্রহণযোগ্য কমিটি।’

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী ব‌লেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা। তিনি একজন নারী। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কার‌ণে নারীরা এগিয়ে গে‌ছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সংগঠন পিছিয়ে থাকবে না। বিএনপি নেতারা দুর্নীতি, লুটপাট করে গেছে। দেশ‌বিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকা‌বিলা করতে হবে।’

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘আমি আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে দলের জন্য কাজ করে যাবো। নেত্রীর নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। আওয়ামী লীগের ১৪ বছরের শাসন আমলে দেশে প্রায় দেড় কোটি নতুন ভোটার হয়েছে। নতুন ভোটাররা বিএনপির দুঃশাসন ভুলে গেছে। আগামী নির্বাচনে সেই দেড় কোটি নতুন ভোটারকে আমাদের দল আওয়ামী লীগে আকৃষ্ট করুন। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাবো। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে থাকবো। দেশকে এগি‌য়ে নি‌তে সব ভেদাভেদ ভু‌লে সবাই মি‌লেমি‌শে কাজ করতে হ‌বে।’

উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য নুরুল ইসলাম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ আলমাছ, ব্যারিস্টার আরিফুল হক, ছালাউদ্দিন ভুঁইয়া, রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির নৈরাজ্য আমরা প্রতিহত করেছি। রূপগঞ্জের মাটিতে বিএনপিকে আর নৈরাজ্য করতে দেওয়া হবে না। আমরা মাঠে আছি। গোলাম দস্তগীর গাজীকে আমরা পুনরায় এমপি নির্বাচিত করবো।’

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোমেন বলেন, ‘দীর্ঘ ২৭ বছর পর আমাদেরকে ডায়নামিক কমিটি উপহার দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উন্নয়ন কাজ করতে করতে যখন আমাদের সম্মানিত নেতারা ক্লান্ত হয়ে পড়বেন, তখন আমি বিনোদন দেবো।’

সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ সাইফুল ইসলাম, ব্যারিস্টার খান মো. শামীম আজিজ, মানজারী আলম মোল্লা টুটুল, মোস্তাফিজুর রহমান মোল্লা, মো: আবুল হোসেন খাঁন, মশিউর রহমান তারেক, মো. বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ভুইয়া আজিজ, মাহাবুবুর রহমান ভুঁইয়া মেহের, আইন বিষয়ক সম্পাদক মো. এড.মেজবাহ উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আরাফাত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামাল হোসেন কমল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মারফত আলী, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. এমায়েত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আমান উল্যাহ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুইয়া সোহেল, শ্রম সম্পাদক মো. মতিউর রহমান আকন্দ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মো: ফারুক মিয়া, হাফিজুর রহমান ভুঁইয়া সজিব, সহ-দপ্তর সম্পাদক মো: ওবায়দুল মজিদ ভুঁইয়া জুয়েল, কোষাধক্ষ্য মো. মুশফিকুর রহমান রিপন, সদস্য সীমা রানী পাল, আনোয়ার হোসেন মোল্লা, আমজাদ হোসেন, মো. আবু সাইদ ভুঁইয়া, রমাকান্ত সরকার, মো. মকবুল হোসেন, মো. জায়েদ আলী, মো. গোলাম রসুল কলি, আমির হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, মো. ফিরোজ ভুঁইয়া, মো. নূরে আলম, মো. বজলুর রহমান, মো. খোরশেদ আলম, মো. মনির হোসেন ভিপি , মো: মেজবাহ উদ্দিন বাচ্চু, দীন মোহাম্মদ দিলু, হাসান আশকারী, মো. হাফিজুর রহমান (ডহরগাঁ) , মো: অলিউর রহমান, আব্দুল করিম মিয়া, মো: আবুল হোসেন, মো: নাঈম ভুঁইয়া, আনছর আলী, মো: নবী হোসেন, রফিকুল ইসলাম।

পবিত্র কোরআন পাঠের মাধ্যমে সভা শুরু হয়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর