Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতাকে খুন, ছদ্মবেশে লুকিয়েছিল ৯ বছর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫১

ঢাকা: গ্রামের বাড়ি চাঁদপুর হলেও যশোরের একটি স্কুল হতে এসএসসি পাস করে ২০০৯ সালে ঢাকায় আসে তারেক। স্কুল জীবন থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে সে। পরে মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের পেছনে নিহত রানা গ্রুপের হাত ছিল বলে ধারণা তার। সেখান থেকে প্রতিশোধ নিতে ডিস মালিকের নির্দেশে ছাত্রলীগ নেতা রানা হত্যাকাণ্ডে অংশ নেয় তারেক।

হত্যাকাণ্ডের পরে ৯ বছর আত্মগোপনে ছিল তারেক। এই সময়ের মধ্যে সিএনজি চালক, কার্টন ব্যবসায়ী ও কৃষি কাজসহ বিভিন্ন কাজ করতো। এছাড়া বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেছে সে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জানতে পরেনি তারেক খুনের মামলার আসামি।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ২০১৪ সালে চাঞ্চল্যকর রমনা থানার তৎকালীন সহ-সভাপতি মাহবুবুর রহমান রানা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ইকবাল হোসেন তারেককে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রামের বাড়ি চাঁদপুর হলেও তারেকের বেড়ে ওঠা যশোরে। যে কারণে নিজ এলাকার মানুষ খুব একটা চিনতো না। এ সুযোগ কাজে লাগিয়ে হত্যাকাণ্ডের পর চাঁদপুরে গিয়ে গা ঢাকা দেয় সে। তবে শেষ পর্যন্ত নিজেকে গোপন রাখা সম্ভব হয়নি, ধরা পড়তে হয়েছে র‌্যাবের হাতে।

এরমধ্যে ২০০৭ সালে বিয়ে করেন তারেক। তার একটি ছেলেও রয়েছে। ২০১১ সাল থেকে হত্যাকাণ্ডের পূর্ব পর্যন্ত তারেক তৎকালীন সুইফ ক্যাবল লিমিটেড নামে ডিস ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরির পাশাপাশি সে মাদক ব্যবসাতে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

র‌্যাব-৩ এর সিও বলেন, ‘পলাতক আসামি চাঁদপুরে নিজের নাম-পরিচয় গোপন রাখে। সেখানে চাষাবাদ শুরু করে, কিন্তু চাষাবাদের অভিজ্ঞতা না থাকায় সে পুনরায় যশোর চলে যায়। সেখানেও কিছুদিন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে। তারপর মাদক ব্যবসা শুরু করে। ২০১৯ সালে আবারও ঢাকার বিভিন্ন জায়গায় নিজেকে আব্দুর রহিমের ছেলে তাহের পরিচয় দিয়ে বসবাস শুরু করে। শুরুতে গার্মেন্টস থেকে পরিত্যক্ত কার্টন সংগ্রহ করে বিক্রি করত। এ ব্যবসার আড়ালে ছিল মাদক ব্যবসা। সে ঘন ঘন স্থান পরিবর্তন করত। সর্বশেষ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার র‌্যাবের গোয়েন্দা দলের তাকে গ্রেফতার করে।’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আসামি তৎকালীন সুইফ ক্যাবল লিমিটেড নামের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করত। ওই প্রতিষ্ঠানের মালিক ছিল কামরুল ইসলাম ও তানভিরুজ্জামান রনি। তাদের সঙ্গে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রানার ব্যবসায়িক বিরোধ ছিল। ওই বিরোধ নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ডিস ক্যাবল সংযোগ কেটে দিত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মাঝেমধ্যেই মারামারি হত। ওই ঘটনার জেরে ২০১৪ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় রানা মোটরসাইকেল করে মগবাজার চৌরাস্তা সংলগ্ন মসজিদের পাশের গলিতে প্রবেশ করলে বাটার গলির মুখে তার গতিরোধ করে তারেকসহ দুর্বৃত্তরা ধারালো অন্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা ও রক্তমাখা চাপাতি উদ্ধার করে।’

‘ওই সময় স্থানীয় লোকজন সাহায্যের জন্য এগিয়ে এলে তারা বোমা বিস্ফোরণ ও গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রমনা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পরই জড়িতরা আত্মগোপনে চলে যায় আসামিরা।’

পরে এ হত্যা মামলায় সুইফ ক্যাবল লিমিটেডের মালিক কামরুল ইসলাম অস্ত্রসহ গ্রেফতার হন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ১৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরমধ্যে ১০ জন গ্রেফতার রয়েছে। আর ৪ আসামি পলাতক ছিল। তাদের মধ্যে পলাতক আসামি ইকবাল হোসেন তারেক অন্যতম। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আত্মগোপনে ছিল সে।

আরিফ মহিউদ্দিন বলেন, ‘২০১১ সাল থেকে হত্যাকাণ্ডের ঘটনার আগ পর্যন্ত আসামি তারেক তৎকালীন সুইফ ক্যাবল লিমিটেডে চাকরি করতো। এসময় সে গাঁজা ছেড়ে ইয়াবায় আসক্ত হয়ে পড়ে এবং চাকরির পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর তাকে মাদকসহ রমনা থানা পুলিশ গ্রেপ্তার করে। ওই সময় নিজেকে ইকবাল হোসেন বলে পরিচয় দেয় তারেক। নাম-পরিচয় গোপন করায় হত্যা মামলা সম্পার্কে জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

র‌্যাব জানায়, গ্রেফতার তারেকের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইউজে/এমও

ছদ্মবেশ ছাত্রলীগ নেতাকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর