Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কোপ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:১৫

ভোলা: জেলা শহরে স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. এনামুল ব্যাপারী নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করেছেন বখাটেরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এনামুল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেন।

আহত এনামুল ব্যাপারী ভোলা পুলিশ লাইনে কর্মরত আছেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া এলাকায়। তবে আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, পুলিশ লাইনে ডিউটি শেষে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন কনস্টেবল এনামুল ব্যাপারী। শহরের নতুন বাজার এলাকায় আসলে একদল বখাটে যুবক তার স্ত্রী উর্মি বেগমকে ইভটিজিং করে। এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত এক বখাটেকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এনএস

ইভটিজিং ইভটিজিংয়ের প্রতিবাদ টপ নিউজ ভোলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর