Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহরে শরৎ উৎসব


২৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১০:০৮

ইট-কাঠের রাজধানী শহরে নেই শুভ্র কাশবন। উঁচু দালানে আকাশ ঢাকা। নীল আকাশজুড়ে তুলার মতো পেঁজা মেঘের ভেসে বেড়ানোর দৃশ্য চোখ পড়া দুষ্কর। তবু প্রকৃতির নিয়ম তো আটকে রাখা যায় না। কোথাও না কোথাও আছে ওসব। শরতের শুভ্রতা নিয়ে ফুটছে শিউলি।

নগর জীবনে শরতের স্নিগ্ধতা উপলব্ধি করতে আজ শুক্রবার ছুটির দিনে ‘সত্যেন সেন শিল্পীগোষ্ঠী’ আয়োজন করে শরৎ উৎসবের। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুক্রবার দিনব্যাপী এ উৎসব হয়।

বিজ্ঞাপন

নাচে গানে শরৎকে বরণ করে নেন শিল্পীরা। সেইসব মুহূর্তের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

 

সারাবাংলা/এমও

কাশবন টপ নিউজ শরৎ উৎসব