Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ হারালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৫

ছবিতে সর্ববামে পদচ্যুত দিমিত্রি বুলগাকভ

ঢাকা: রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভকে পদচ্যুত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকে সরিয়ে সরকারের অন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল দিমিত্রি বুলগাকভকে প্রতিরক্ষা উপমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হবে কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

গত মে মাসের শেষের দিকে ইউক্রেনের মারিউপোলে ভারী রুশ হামলার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

২০০৮ সাল থেকে রাশিয়া উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন দিমিত্রি বুলগাকভ। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে রসদ সরবরাহের বিষয়ে বিশেষজ্ঞ তিনি। তবে ইউক্রেনে রুশ বাহিনীর পিছু হটার পর তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক সমর বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটি হলো অপর্যাপ্ত রসদ এবং সরবরাহ ব্যবস্থা। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রসদ স্বল্পতায় ভুগছে রুশ সেনারা।

সারাবাংলা/আইই

টপ নিউজ দিমিত্রি বুলগাকভ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর