Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা ও বেনাপোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৫

বেনাপোল : ‘‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই স্লোগান নিয়ে যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খানের সভাপতিত্বে উক্ত ওপেন হাউস ডে পালিত হয়।

স্থানীয় বেনাপোল পোর্ট থানার সামনে পালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

তিনি জানান, শার্শা উপজেলায় মাদকের গডফাদারসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এ ছাড়া যারা চোরাচালানের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে সকলকে আইনের আওতায় আনতে হবে। মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, বিকাশ প্রতারণা এবং জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

যশোরের নাভারনে সার্কেল এএসপি জুয়েল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শার্শা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

সারাবাংলা/ইআ

ওপেন হাউস ডে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর