Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত


২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৮

ফাইল ছবি

বগুড়া: জেলার সারিয়াকান্দিতে মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আতিক হাসান (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহত আতিক উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং স্থানীয় ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর আতিক তার মা রাসেদা বেগমের সঙ্গে হেঁটে বাড়ির পথে রওনা দেয়। পথিমধ্যে আমতলী ব্রিজের কাছে সারিয়াকান্দি থেকে ফুলবাড়ি মুখী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তার মা ও এালাকাবাসী আহত অবস্থায় আতিককে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতাল থেকে নিহত স্কুল ছাত্রের লাশ বাড়ি নেওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনার প্রতিবাদে বগুড়া-সারিয়াকান্দি সড়ক অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা।

ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুল তারিক মোহাম্মদ জানান, বগুড়া-সারিয়াকান্দি সড়কে কিছু চালক বেপরোয়াভাবে যানবাহন চালিয়ে যাতায়াত করে। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শনিবার বিকেলে সড়ক অবরোধের খবর পেয়ে থানা পুলিশ সেখানে পৌঁছে। তারা দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

স্কুলছাত্র নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর