মির্জা ফখরুল রাজাকার শাবকের মতো কথা বলেছেন : নাসিম
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৬
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘রাজাকার শাবকের মতো’ কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।
শনিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘জাতীয়তাবাদী হওয়ার শর্ত পূরণ করে জাতীয় রাজনীতিতে থাকতে হবে। না হলে বিচ্ছিন্নতাবাদী হয়ে যা খুশি করেন। রাষ্ট্র তখন দেখবে। মোকাবিলা করবে। বিএনপির অকার্যকর মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যেই বলছি। দলের শীর্ষ তকমাধারী অবৈধ নেতৃত্বের চাকরি করতে যেয়ে তিনি রাষ্ট্রদ্রোহী হয়ে পড়েছেন বলে মনে করার যথেষ্ঠ সুযোগ আছে।’
তিনি বলেন, ‘মিয়ানমারের সাথে সাম্প্রতিক সংকট মোকাবিলায় দলের পক্ষ হয়ে মির্জা ফখরুল যা বলছেন, তা বাংলাদেশের ভাবমূর্তি শুধু নষ্ট নয়, রীতিমতো বিরোধীতা করার সামিল হয়ে দাঁড়ায়। মনে রাখতে হবে, যে দলই রাষ্ট্র পরিচালনায় থাকুক না কেন, স্পর্শকাতর বিষয়ে সবার আগে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে থাকতে হবে। এমন রাজনৈতিক কৃষ্টি অনুপস্থিত থাকলে পুনরায় একাত্তরের পরাজিত শক্তির মতো করে মির্জা ফখরুলেরা ভবিষ্যতেও ভিন্ন দেশের সহযোগিতা করে রাজাকারের ভুমিকায় অবতীর্ণ হবেন। তর্ক সাপেক্ষে তার পিতার মতো করে তিনিও রাজাকার হয়েই কি কথিত জাতীয়তাবাদকে প্রতিনিধিত্ব করতে চান?’
‘বাংলাদেশ প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে ‘যুদ্ধ চাই না’ বলে বক্তব্য দিলেও তার সে কথা মানায় না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন রাজাকার শাবকের মতো কথা বলেছে। তার এমন বক্তব্যকে হালকা ভাবে নেওয়ার অবকাশ নেই। সীমান্তে যা হচ্ছে, তেমন নেতিবাচক পরিস্থিতির পেছনে মির্জা ফখরুলদের কোনো রাজনৈতিক দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য আছে কিনা তা রাষ্ট্র একবার পরখ করে দেখতে পারে’- বলেন কামরুল হাসান নাসিম।
তিনি বলেন, ‘বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা হিসাবে বলছি, জনস্বার্থে রাজনীতি করে রাজনীতির মূলধারায় ফিরুন। নতুবা, পূর্বঘোষণা অনুযায়ী দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেকোন সময়ে বসে যাবে জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত। দলকে পুনর্গঠন করে তখন সত্যিকারের জাতীয়তাবাদী দল হয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ দাঁড় করানো যাবে। কিন্তু বৈশ্বিক সংকট মোকাবিলায় তথা রোহিঙ্গা ইস্যুতে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, নতুবা তাদেরকে আর রাজনীতিক বলা যাবে না। কুচক্রী হিসাবে বিচারিক প্রক্রিয়ায় সমাধান খুঁজতে হবে।’
মির্জা ফখরুলের উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি নিজেকে আগে ন্যাশনালিস্ট ক্যারেক্টার হিসাবে প্রমাণ করেন। ২০০৯ থেকে বিএনপি বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য কোনো রুপরেখা দিতে পারে নাই। এখন আন্দোলনের রুপরেখা দিয়ে বেড়াচ্ছেন। ঘর সামলান। ঘরের অভ্যন্তরে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর সরকার দলের কাছে চান গণতন্ত্র। কামরুল হাসান নাসিম এর পুনর্গঠনের উদ্যোগকে আগে মোকাবিলা করেন। হুঁশিয়ারী দিয়ে জানান দিচ্ছি, রাজনীতি করার মধ্য দিয়ে নৈতিকতার সড়কে পথিক হন, তেমন পথে না হাটলে সামনের দিনে দলের লাখ লাখ নেতাকর্মী কর্তৃক আপনাদেরকে প্রতিহত করা হবে। রাজনৈতিক অপশক্তির ধারক হয়ে আর কত? প্রশ্ন রইল।’
সারাবাংলা/এজেড/ইআ