Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে ফের শ্রমিক নেবে মলদোভা

সারাবাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৬

ঢাকা: প্রায় এক দশকেরও বেশি সময় পর মলদোভা ফের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিজ দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে বাংলাদেশি শ্রমিক নিতে সম্মত হয়েছে।’

প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে, যারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।

মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন বলে জানান ড. মোমেন।

সারাবাংলা/পিটিএম

বাংলাদেশ মলদোভা শ্রমিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর