দিনাজপুর : হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই আর্দশগ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- এনামুল হক এনাম (৩২), সোবহান মন্ডল (৩০), আব্দুর রশিদ (৩২), সাদেক আলী (৪৮), ফরহাদুল (২৮), শাহাদাত (৫০), গোলাম মোস্তফা (৪৬), ফারুক হোসেন (৩২), মাহাতাব (৪০) তারা সকলেই হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাসিন্দা।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম জানান, আলীহাটের আর্দশগ্রামে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা দায়ের করে আজ রোববার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।