Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের আক্রোশ থেকে কেউ রেহাই পাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:২১

ঢাকা: জনগণের আক্রোশ থেকে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশে আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। গুলি করবেন? সেই গুলিতে শরীর থেকে রক্ত ঝরবে। সেই রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি আরও তেজস্বী হয়। সেই মাটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে আরও অঙ্গীকারবদ্ধ হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের দুই শাওন, ভোলার আব্দুর রহিম, নূরে আলমের যে রক্ত ঝরেছে, নিশ্চয়ই এটা বৃথা যাওয়ার জন্য নয়। জনগণ প্রস্তুত হয়ে আছে চূড়ান্ত আঘাতের জন্য। প্রধানমন্ত্রী বন্দুক দিয়ে জনগণের শক্তিকে দমাতে পারবেন না। সেই রাইফেল জনগণের শক্তি কোন দিকে ঘুরিয়ে দেবে, সেটা চিন্তা করে কথা বলবেন। এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।’

রিজভী বলেন, ‘এরা নির্বাচন কী করবে? শেখ হাসিনা যদি ‘এ’ কে ‘বি’ বলে এরাও ‘বি’ বলবে। শেখ হাসিনা যদি দিনকে রাত বলে এরা তাই বলবে। তাই এই সমস্ত চাকর বাকরদের দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তত্ত্বাবধায়ক সরকার এসে সবার গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে।’

খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে গণতন্ত্রের পক্ষে জনগণের হয়ে আজীবন সংগ্রাম করেছেন এবং এই সরকারের নির্যাতন সহ্য করছেন, এখনো বন্দি হয়ে আছেন। তারপরও তিনি মাথা নত করেননি। এই উন্নত মাথার আদর্শ অনুসারী আমরা। সেই মাথা আরও উন্নত হবে শেখ হাসিনার মাথা থুবড়ে পড়বে জনগণের আদালতে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘জনগণ বলছে, আওয়ামী লীগ এখন বদ্ধপাগলের দল। আমি বলব, বদ্ধপাগলের দল না, ধান্দার দল, ধান্দাবাজির পাগল। একটা হচ্ছে বদ্ধপাগল আর একটা হচ্ছে ধান্দার পাগল। ধান্দার পাগল হচ্ছে আবোল তাবোল বকব, কিন্তু স্বার্থ আদায় করে নেব। আওয়ামী লীগ হচ্ছে এরকম ধান্দার পাগল।’

লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, বিএনপি নেতা মীর শরাফত আলী সপু, হুমায়ুন কবির খান, আনোয়ার হোসেন, নিপুণ রায় চৌধুরী, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুই, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক কাউখালী উপজেলা চেয়ারম্যান আহসান কবির, লেবার পার্টির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, আর্ন্তজাতিক সম্পাদক খন্দকার মিরাজুল ইসলাম, ধর্ম সম্পাদক মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর