মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিব্রত সরকার
২৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৮
ঢাকা: সম্প্রতি বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বক্তব্য দিতে গিয়ে ট্রফি (কাপ) ভেঙেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।— এ ধরনের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্প্রতি মাঠ পর্যায়ে এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি হবে।’
এসব ঘটনায় সরকার বিব্রত কিনা?— এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘খারাপ কিছুর জন্য সমাজ যেমন বিব্রত হয়, তেমনি সরকারি কর্মকর্তারা মাঠ পর্যায়ে অপরাধ করলে আমরাও বিব্রত হই।’
তদন্ত চলাকালীন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন কিনা?— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তো পারবেন। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আজকালের মধ্যেই চলে আসবে। তদন্তে অপরাধ প্রমাণ হলে শাস্তি হবে।’
এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনায় এখনো স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সারাবাংলা/জেআর/এনইউ/পিটিএম