Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতে স্থগিত ইডেন ছাত্রলীগের কমিটি, বহিষ্কার ১৬ জন

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৮:৩২

ঢাকা: ইডেন কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় মধ্যরাতেই কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পাশাপাশি সর্বমোট ১৬ জনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন—কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা ও সূচনা আক্তার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়—অধিকতর তদন্তের মাধ্যমে বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আরআইআর/আইই

ইডেন কলেজ ছাত্রলীগ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর