Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে জয়ের পথে মেলোনির কট্টর ডানপন্থী জোট

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:০২

ঢাকা: ইতালির জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইতালি নেতৃত্বাধীন জোট। রোববার (২৫ সেপ্টেম্বর) ভোট গ্রহণ শেষে প্রায় ৭০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে জর্জিয়া মেলোনির জোট স্পষ্ট এগিয়ে রয়েছে। ইতিমধ্যে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। এককভাবে তার দল ব্রাদার্স অব ইতালি পেয়েছে সবচেয়ে বেশি ভোট। ফলে ৪৫ বছর বয়সী মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

মেলোনি সরকার গড়লে এটি ইতালিতে ফ্যাসিস্ট বেনিতো মুসোলিনির পর সবচেয়ে কট্টর কোনো সরকার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ৪৫ বছর বয়সী মেলোনি ২০১২ সালে ব্রাদার্স অব ইতালি দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি সিলভিও বারলুসকোনির সরকারে সবচেয়ে কম বয়সে মন্ত্রী হয়েছিলেন।

জর্জিয়া মেলোনি তরুণ বয়সে ইতালির নব্য নাৎসীবাদী আন্দোলনের যুব শাখায় যোগ দিয়ে রাজনীতিতে নামেন। ইতালিতে মুসলিম অভিবাসীদের আগমনের বিরুদ্ধে বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে প্রাথমিক ফলাফল সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেলোনির দল ব্রাদার্স অব ইতালির নেতৃত্বে কট্টর ডানপন্থী দলগুলোর জোট অন্তত ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ের পথে রয়েছে। এছাড়া বামপন্থী জোট ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পেতে যাচ্ছে। ফাইভ স্টার মুভমেন্ট পেতে যাচ্ছে ১৪ থেকে ১৮ শতাংশ ভোট।

মোট ভোটের প্রায় ৭০ শতাংশ গণনার পর দেখা যায়, এককভাবে অতি রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি ২৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। দলটির জোট সঙ্গী মাত্তেও সালভিনির দল দ্য লীগ পেয়েছে ৯ শতাংশ ভোট। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির ফোরজা ইতালিয়া পেয়েছে ৪ শতাংশ।

তবে চূড়ান্ত ফলাফল সোমবারের পরে পাওয়া যাবে। সরকার গড়তে সময় লাগবে আরও কয়েক সপ্তাহ। কারণ ইতালিতে প্রাপ্ত ভোট অনুযায়ী দলগুলোর মধ্যে আসন বন্টনের প্রক্রিয়া বেশ জটিল।

সোমবার মধ্যরাতে জয়ের আভাস পেয়ে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ‘এটি একটি বিজয় যা আমি সবাইকে উৎসর্গ করতে চাই। যারা আমাদের সঙ্গে আর নেই কিন্তু এমন একটি বিজয়ের রাতে চেয়েছিলেন তাদের প্রতিও এই বিজয় উৎসর্গ করছি।’ তিনি বলেন, ‘ইতালীয়রা আমাদের বেছে নিয়েছে এবং আমরা বিশ্বাসঘাতকতা করব না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইতালি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর