Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ী ভাষণে যা বললেন সোনিয়া গান্ধী


১৬ ডিসেম্বর ২০১৭ ১৬:০১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

দীর্ঘ ১৯ বছর কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর অবসরে যাচ্ছেন সোনিয়া গান্ধী। তার ছেলে রাহুল গান্ধী হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি। শনিবার নয়া দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে রাহুলের হাতে তুলে দেন দলের সভাপতির দায়িত্ব।

বিদায়ী ভাষণে ‍সোনিয়া গান্ধী বলেন, ‘আজ কংগ্রেস সভাপতি হিসেবে শেষবারের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন থেকে নতুন যুগের সূচনা হল। আপনাদের সামনে আসছে নতুন নেতৃত্ব।’

সে সময় কংগ্রেস সর্মথকদের তুমুল হর্ষধ্বনি ও আতশবাজির শব্দে তার কথা প্রায় মিলিয়ে যেতে থাকে। বিরক্ত সোনিয়া ভাষণ থামিয়ে সমর্থকদের শান্ত হতে বলে কিছুক্ষণ চুপ করে থাকেন। নতুন সভাপতি রাহুলও বের হয়ে এসে তাদের শান্ত হওয়ার অনুরোধ করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে সোনিয়া আবার বক্তব্য শুরু করেন।

বিজ্ঞাপন

সোনিয়া বলেন, ‘অনেক ব্যক্তিগত আক্রমণ আমার ছেলেকে আরো শক্ত সামর্থ করে তুলেছে। আমি নিশ্চিত সে অনন্য দৃঢ়তায় দলকে নেতৃত্ব দেবে।’

৭১ বছর বয়সী সোনিয়া এ সময় ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী, তার স্বামী রাজিব গান্ধী ও শাশুড়ি ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, ‘শাশুড়ি আমাকে তার মেয়ের মতো স্নেহ করতেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

সোনিয়া গান্ধী কংগ্রেসের সভাপতির পদ থেকে অবসর নিলেও রাজনীতি থেকে এখনি অবসর নিচ্ছেন না বলে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এখন থেকে সংসদ সদস্য হিসেবেই থাকবেন দলের সাথে।

ইতালি বংশোদ্ভূত সোনিয়া তার স্বামী রাজীব গান্ধীর মৃত্যুর পর ১৯৯৪ সালে ভারতের রাজনীতিতে যোগদেন। এরপর ১৯৯৮ সালে তিনি কংগ্র্রেসের  সভাপতির দায়িত্ব নেন। তার নেতৃত্বে কংগ্রেস ২০০৪ ও ২০০৯ সালে ক্ষমতায় আসে।

সারাবাংলা/ এমএইচটি/এমআই

বিদায়ী ভাষণ সোনিয়া গান্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর