হিলিতে ৪ খাবার হোটেলকে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭
দিনাজপুর : হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বিক্রির অভিযোগে চারটি হোটেল মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাহিলি বাজার ও হিলি স্থলবন্দরের সামনে হোটেল গুলোতে অভিযান চালিয়ে এসব অর্থ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
মোহাম্মদ নুর এ আলম বলেন জানান, খাবার হোটেলগুলোতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে কি না এসব বিষয়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে আল মদিনা ও লিজা মনি নামের দুটি হোটেলসহ চারটি হোটেল মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অবহ্যত থাকবে।
সারাবাংলা/ইআ