Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাইকার কাছ থেকে ৬ হাজার কোটি টাকা সহায়তার আশা মন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৫

ঢাকা: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ৬০ কোটি মার্কিন ডলার বাজেট সাপোর্ট দেবে বলে আশা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, ‘তবে এটা আলোচনা পর্যায়ে আছে এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু আমি সরকারের একটা দায়িত্বে আছি তাই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতি ডলার সমান ১০০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৬ হাজার কোটি টাকা।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়া বিদায়ী সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বাজেট সাপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার বাজেট সহায়তা চেয়ে কিছু আভাস দিয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে, আগামীতে ইতিবাচক বলে মনে হয়েছে। তবে সবার কিছু আইনকানুন আছে এগুলো মেনেই কাজ করতে হবে। আমার বিশ্বাস সব প্রসেসিং হওয়ার পর আমরা বাজেট সাপোর্ট পাবো। এটা আলোচনার জন্য আমি সঠিক জায়গা নয়। এটা নিয়ে কাজ করবে ইআরডি, তবে যেহেতু সরকারে আছি মন্ত্রণালয়ে উঠেছি সুতরাং আলোচনা করেছি। পরিবেশটা অনেক ইতিবাচক। ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা জাইকা আমাদের দেবে।’

তিনি আরও বলেন, ‘আড়াই হাজারে জাপানি অর্থায়নে ইকোনোমিক জোন হচ্ছে এখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতে জাপান কাজ করছে।’

সাক্ষাৎ শেষে মন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমরা আরও আগ্রহী। এই খাতে জাইকা কাজ করতে ইচ্ছুক। আমরা আমাদের নৌ বন্দরগুলোতে আরও কাজ করতে চায়। অবকাঠামো খাতে জাইকা বেশি কাজ করতে চায়। রেল, সমুদ্র খাত নিয়ে কাজ করতে চায়।’

জাইকা চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি বলেন, ‘আমি বাংলাদেশে নতুন নই। বাংলাদেশ সম্পর্কে পরিচিত। জাইকার প্রধান কার্যালয়ে বাংলাদেশ বিষয়ে কাজ করেছি। মাতারবাড়ি প্রকল্পে আমার সম্পৃক্ততা ছিল। আশা করছি বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

সারাবাংলা/জেজে/এমও

৬ হাজার কোটি টাকা জাইকা টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর