Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে হাসপাতাল, রাজশাহীতে প্রশিক্ষণ একাডেমি


২৬ এপ্রিল ২০১৮ ১৪:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা : শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের পিপিপি’র মাধ্যমে নারায়ণগঞ্জে ৩০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল এবং প্রশিক্ষণের জন্য রাজশাহীতে নির্মাণ হতে যাচ্ছে প্রশিক্ষণ একাডেমি।

সচিবালয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় পেশাগত স্বস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু নিজ দপ্তরে এ কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বিষয়ে ৪২টা সেক্টর আছে। এটার জন্য বোর্ড আছে। তৈরি পোশাক খাতে ছয় মাস পর মজুরি কাঠামো পুননির্ধারণ করা হবে।’

পোশাকখাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মন্তব্য নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টিআইবি কিছু জানে না, আন্দাজের ওপর বলছে। টিআইবির বক্তব্য শুধু টিআইবির।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাকখাতে ট্রেড ইউনিয়নের সংখ্যা ৭শ’র মতো। আর সারাদেশে সাড়ে ৮ হাজার ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনভুক্ত। টিআইবি এ সব ভালো করে জানে না।’

সারাবাংলা/এইচএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর