Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম নিয়ে গণমাধ্যম ও মসজিদ-মন্দিরে প্রচার চালাবে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ২১:১০

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে রেডিও, টেলিভিশনের পাশাপাশি মসজিদ-মন্দিরেও প্রচারণা চালানো হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘ইভিএমের প্রকল্প পরিচালক কর্নেল রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে এটি প্রচারিত হয়। অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা গ্রহণ করবো।’

তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে টিভিসি ছাড়াও পত্র-পত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের প্রচারণা চালানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও আমাদের প্রচার থাকবে। বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হবে। এ ব্যাপারে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এখন যে দায়িত্বটা দিয়েছি সেটি হলো আমাদের টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, আমাদের ফেসবুকে, সব জায়গায় প্রচার করার জন্য।’

ইসি সচিব বলেন, ‘ইভিএমের কোন বাটনে চাপ দেবেন প্রচারণাকালে সেটার সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। অনেকের এ ধারণা থাকে যে আমি কলা মার্কায় ভোট দিতে চাই, কিন্তু টিপ দেওয়া হলো আম মার্কায়। এরকম ভুল যেন না হয় এবং এ ধারণাগুলো দূর করার জন্য যতগুলো ডাউট আছে সেগুলো প্রশ্নাবলী আকারে করে একটা টিভিসির মতো করা হবে। এটা করে আমরা প্রচার করবো। এ কাজটি ইভিএমের যিনি পিডি তাকে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/জিএস/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর