Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে নৌকাডুবিতে মারা যাওয়া ৪৫ জনের পরিবারকে আর্থিক সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২২ ২২:৪১

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ফরিদুল হক খান পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়িয়া ইউনিয়নের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনাস্থল এবং দেবিগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছত্রশিকারপুর গ্রাম পরিদর্শন করেছেন।

প্রতিমন্ত্রী এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নৌকাডুবিতে মারা যাওয়া ৪৫ যাত্রীর পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) এ অর্থ সহায়তা তুলে দেওয়ার সময় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল (এমপি), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি ববিতা সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দিলীপ কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মনজুরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহালয়া উপলক্ষে একটি পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রোববার (২৫ সেপ্টেম্বর) নৌকাযোগে করতোয়া নদী পারাপার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।

সারাবাংলা /জেআর/এনকে

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর