Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের আড়াই মাসের মাথায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা মানিকনগর এলাকার একটি বাসা থেকে বিয়ের আড়াই মাসের মাথায় ছন্দা রায় (২৬) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রাজশাহী বিশ্ববিদ্যলয় (রাবি) অর্থনীতির বিষয় মাস্টার্স পরীক্ষা দিয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুগদা মানিকনগরের সাত তলা বাসার ৫তলা থেকে ছন্দার মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার বলেন, ‘সোমবার রাতে খবর পেয়ে মুগদার ওই বাসা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছিল। ওই বাসায় স্বামী স্ত্রী বসবাস করতেন। স্বামী ব্যাংক কর্মকর্তা। ঘটনার সময় স্বামী অফিসে ছিল। মৃতদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতার বড় বোন দীপা রাণী বলেন, ‘তাদের বাড়ি ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানার রাউতনগর গ্রামে। তার বোন ছন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স পরীক্ষা দিয়েছিল।’

এরপর গত ৮ জুলাই পারিবারিকভাবে দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক উত্তম কুমার রায়ের সঙ্গে বিয়ে হয়। তিন বোনের মধ্যে ছন্দা ছিল ছোট।

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকে ঢাকাতেই থাকতেন তারা। গতকাল রাতে খবর পাই ছন্দা আত্মহত্যা করেছে। প্রথমে বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল। পরে বাসায় গিয়ে ছন্দার মৃতদেহ দেখতে পাই।’

দীপা রাণী বলেন, ‘থানা পুলিশের কাছ থেকে জানতে পেরেছি ছন্দা একটি চিরকুট লিখে গেছে। তাতে লেখা আছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ ছন্দা আত্মহত্যা করার মেয়ে নন। কেন সে আত্মহত্যা করবে? আত্মহত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

গৃহবধূ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর