Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেটার নিউইয়র্ক চেম্বারের সঙ্গে এফবিসিসিআই’র চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের মূলধারার অর্থনীতি ও বাজারে বাংলাদেশের অন্তর্ভুক্তি বাড়াতে গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি সই করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভিশন ও বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ শীর্ষক সেমিনারে এই চুক্তি সই হয়।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও গ্রেটার নিউইয়র্ক চেম্বারের সভাপতি মার্ক জেফ এই চুক্তিতে সই করেন। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এফবিসিসিআই।

বিজ্ঞাপন

এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পেয়ে এসেছে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৭৪ সালে বাংলাদেশ সর্বোচ্চ ৯ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল। বিগত দশকে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতির পরেও প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর রেকর্ড এখনো অটুট রয়েছে।

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও আমদানির আহ্বান জানান এফবিসিসিআই’র সভাপতি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বৈদেশিক নীতি মূলত বঙ্গবন্ধুর মৌলিক মূল্যবোধ ও দর্শনের সফল প্রতিফলন। বেসরকারি খাতকে শক্তিশালী ও আধুনিক করতে বাংলাদেশ বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। যা দেশের শিল্পায়ন ও রফতানি নির্ভর প্রবৃদ্ধি অর্জনকে নিশ্চিত করেছে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ধন্যবাদ জানান বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনএস

এফবিসিসিআই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর