Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় রুপি পতনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৭

ঢাকা: ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা রুপির মান পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রুপি মান হারিয়েছে আরও ৪০ পয়সা। এতে প্রতি এক ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৩। রুপির এমন অবাধ পতন ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।

ব্লুমবার্গ সূচকে দেখা গেছে, মঙ্গলবার রুপি প্রতি ডলারে ৮১ দশমিক ৯৩ পর্যন্ত নামলেও এক পর্যায়ে ৮১ দশমিক ৫৭-এ স্থির হয়। তবে বুধবার রুপির মান কমে ৮১ দশমিক ৯৩- দাঁড়ায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একাধিকবার সুদের হার বাড়ানো হয়েছে। এছাড়া ২০১০ সালের পর প্রথমবারের মতো চার শতাংশ পয়েন্ট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দায়। এদিকে দেশীয় মুদ্রাকে সাহায্য করতে ভারত কর নীতির কোনো পরিবর্তন আনতে অস্বীকার করায় ভারতীয় বন্ড দুর্বল হয়ে পড়ছে।

বুধবার ডলার ইনডেক্সে দেখা যায় এশিয়ান ট্রেডিংয়ে মার্কিন ডলারের মান বেড়ে ১১৪.৬১ এ দাঁড়িয়েছে। গত ১ মাসে মুদ্রাটির মান বেড়েছে ৫ দশমিক ৪৪ শতাংশ। যার ফলে ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য মুদ্রা দুর্বল হচ্ছে।

আগামী শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণে বৈঠকে বসার কথা রয়েছে। ওইদিন সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করছেন ট্রেডাররা। এই অনিশ্চয়তার কারণে আন্তঃব্যাংক ফরেক্স মার্কেটে রুপি আরও মান হারিয়েছে।

আরও পড়ুন 

শুধু ভারতীয় রুপি নয়, ডলারের শক্তিবৃদ্ধির ফলে মান হারাচ্ছে বিশ্বের অন্যান্য মুদ্রাও। বিশেষ করে পাউন্ড ও ইউরোর পতনের ধারাও থামছে না। এদিকে বুধবার ডলারের সাপেক্ষে চীনের অভ্যন্তরে ইয়েনের মূল্য পতন হয়েছে ২০০৮ সালের পর সবচেয়ে বেশি। দেশের বাইরে ইয়েনের বাণিজ্যও কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর