Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ইজিবাইক চালক বিজয় মিয়া হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৯

নরসিংদী: ইজিবাইক ছিনতাই করে চালক হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন এ তথ্য জানান।

এর আগে নিখোঁজের একদিন পর গত রোববার রায়পুরার হাসনাবাদ বাজারের পূর্ব পাশে সড়কের পাশ থেকে বিজয় মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- রায়পুরার থানার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১), বীরগাঁও পূর্বপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মো. সোলাইমান মিয়ার ছেলে আলাল মিয়া (৩৫) ও বীরগাঁও কান্দাপাড়া এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, গত শনিবার বিকেলে নরসিংদী শহরের বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হন বিজয় মিয়া। এরপর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার।

পরদিন রোববার বিকেলে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের পাশে ঝোঁপে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহ করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হয়। পরে ৪৮ ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশ গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার চরমরজাল ও নিলক্ষা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। এসময় আসামিদের দেয়া তথ্যমতে রুবিয়া বেগমের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের চাকা ও আলাদা করা যন্ত্রাংশ জব্দ করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক বিজয় মিয়াকে হত্যা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সারাবাংলা/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর