চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর, এ নিয়ে মৃত ৪
২৮ সেপ্টেম্বর ২০২২ ২১:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুর প্রকোপ শুরুর পর চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল চার।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩৫। এর মধ্যে ৫০৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। ২৫ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী রাণী (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়। তার বাসা নগরীর পাহাড়তলী এলাকায়। পরদিন আরও দু’জনের মৃত্যু হয়। এরা হলেন- নগরীর পাহাড়তলীর খুরশিদা বেগম (৭০) এবং মোগলটুলীর দিলআরা বেগম রেশমী (৫০)। খুরশিদা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দিলআরা বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ বুধবার ভোরে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সিভিল সার্জনের কার্যালয় থেকে গঠিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষের’ সদস্য মঈন উদ্দিন সারাবাংলাকে জানান, মিফতাহুল জান্নাত নামে ওই শিশু গত (মঙ্গলবার) রাতে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভোরে তার মৃত্যু হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম